পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে মোবাইল ফোন, টাকাসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (৭ জুন) রাতে নগরীর বন্দর থানাধীন বারিক বিল্ডিং মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. জুলহাস (৫২), মো. বাবুল (৩২), মো. মনির হোসেন (১৯) ও জাফর আহম্মদ (২৩)।

সিএমপির বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল গফুর জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।