কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শনিবার (৮ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ২২ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, সাহস ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
জেলা পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
সভায় সহকারী পুলিশ সুপার মো. আমিরুজ্জামানকে বদলিজনিত এবং উপপরিদর্শক (এসআই) মো. নজিবুল হক আকন্দকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পেশাদারত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে (মে মাস) গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১০ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী (কুড়িগ্রাম সার্কেল), শ্রেষ্ঠ থানা হিসেবে নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার, শ্রেষ্ঠ এসআই রৌমারী থানার বরহানুল সুলতানুল আলম, শ্রেষ্ঠ এএসআই কুড়িগ্রাম থানার মো. শওকত আলী, শ্রেষ্ঠ কনস্টেবল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মো. হাবিবুর রহমান ও শ্রেষ্ঠ নারী কনস্টেবল জেলা বিশেষ শাখার (ডিএসবি) তানিয়া পারভিন আশা। বিশেষ পুরস্কার পান কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায়, উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, পুলিশ লাইনসের এসআই মো. শহিদুল ইসলাম ও নাগেশ্বরী থানার এএসআই মো. মাসুদ রানা।
এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর পক্ষ থেকে ১২ জন পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়।
সভায় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, সাহস ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার। এ ছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাগরিকদের নির্বিঘ্নে যাতায়াত, পশুর হাট, ঈদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান পিপিএম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. আমিরুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টায় কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড ও ৯টায় কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বরাদ্দ সরকারি মালামাল পরিদর্শন করেন পুলিশ সুপার। এরপর বেলা ১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।