ডিবির হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

ডিবির একটি বিশেষ আভিযানিক দল ৭ জুন সকাল ১০টার সময় সিলেট শহর থেকে কোম্পানীগঞ্জ থানার দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জালাল উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি কোম্পানীগঞ্জ থানার ডাকাতিকান্দি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাসহ মোট ৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানায় পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান আছে।