কুড়িগ্রাম জেলার রৌমারী থানা-পুলিশ অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
রৌমারী থানা-পুলিশের একটি চৌকস টিম ৪ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রৌমারী থানাধীন শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া এলাকা থেকে একই গ্রামের মাদক কারবারি মো. রাজু আহমেদকে (৩৬) ১৬৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় আগের ১টি মাদক মামলা রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।