ঝড়-বৃষ্টি, প্রচণ্ড দাবদাহ মাথায় নিয়ে মহানগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে অহর্নিশ সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা। তাই ফোর্সের মনোবল বৃদ্ধি করতে ট্রাফিক ওয়ারী বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ট্রাফিক ওয়ারী বিভাগের সকল পুলিশ সদস্যের মাঝে বিতরণ করা হয়েছে মৌসুমি ফল আম। খবর ডিএমপি নিউজের।
গত সোমবার ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের পক্ষ থেকে ফোর্সের মাঝে জনপ্রতি এক কেজি আম বিতরণ করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, ট্রাফিক পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। এই কঠোর পরিশ্রম সত্ত্বেও ট্রাফিক সদস্যদের মনোবল যাতে চাঙা থাকে, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।