
ইয়াংস্টার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলা পুলিশ ক্রিকেট টিম।
আজ সোমবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম, নড়াইলে ইয়াংস্টার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় অংশগ্রহণ করে নড়াইল জেলা পুলিশ একাদশ ও যশোর নওয়াপাড়া একাদশ।
দীর্ঘ দেড় মাস ধরে চলমান আটদলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় নড়াইল জেলা পুলিশ একাদশ জয়ী হলো।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান তাঁর কার্যালয়ে বিজয়ী নড়াইল জেলা পুলিশ একাদশকে সংবর্ধনা দেন।
সম্মাননা স্মারক হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসানের হাতে ট্রফি তুলে দেন নড়াইল জেলা পুলিশ একাদশের অধিনায়ক কনস্টেবল ইমরান হোসেন।
ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী ও নড়াইল জেলা পুলিশ একাদশের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।