সেমিনারে বক্তব্য দিচ্ছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর। ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে মাদকদ্রব্যের ভয়াবহতা রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সেমিনার হয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম-বার)।

পুলিশ সুপার বলেন, ‌‘মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায়, তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের তরুণ প্রজন্ম। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। এরাই আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে। মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘ মেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে।’

তিনি আরও বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি, এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলার সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম প্রমুখ।