ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট গ্রহণের সময় গতকাল বুধবার মহালছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রসমূহের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কেন্দ্রে অবস্থানরত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, ৩য় ধাপের ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে দেখেছেন। ৩য় ধাপে এবারও তেমন হবে। আইনশৃঙ্খলা সমুন্নত রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম গ্রাহ্য করা হবে না।

পাশাপাশি ভোটকেন্দ্রের দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং ভোটকেন্দ্রসমূহের আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে উপস্থিত সকল ভোটার, এলাকাবাসী, প্রার্থী ও তাঁদের এজেন্টগণ স্বস্তি প্রকাশ করেন এবং দায়িত্বরত খাগড়াছড়ি জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভোটের শান্তিপূ্র্ণ পরিবেশ ধরে রাখতে পুলিশ সুপার খাগড়াছড়ির সকল প্রার্থী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলমসহ খাগড়াছড়ি জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।