তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে কুড়িগ্রাম জেলা পুলিশের ডমিনেশন প্যাট্রলিং। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে জেলা পুলিশের নানা ধরনের কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে ডমিনেশন প্যাট্রলিং ও তদারকি। এসব তদারকির মধ্যে রয়েছে:

ক. কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টরদের নেতৃত্বে বিশেষ কিউআরটি, বিশেষ স্ট্রাইকিং পুলিশ ফোর্স এবং পুলিশ মোবাইল টিমের সমন্বয়ে চলছে পুলিশ ডমিনেশন প্যাট্রলিং।

খ. পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‍্যাব, আনসারসহ অন্যদের নিয়ে চলছে বিশেষ জয়েন্ট প্যাট্রলিং।

গ. কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সিনিয়র অফিসারদের নিয়ে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে চলছে কঠোর তদারকি।

বরাবরের মতো তৃতীয় ধাপেও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্মিলিতভাবে কাজ করছে জেলা পুলিশ। নির্বাচন ঘিরে কেউ যদি সহিংসতার পাঁয়তারা করে, সে যে-ই হোক, তাকে আইনের কাঠগড়ায় আনতে বদ্ধপরিকর পুলিশ।