
নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মতিঝিল বিভাগের সবুজবাগ, শাহজাহানপুর ও মুগদা থানার আয়োজনে মঙ্গলবার (২৮ মে) বিকেলে সবুজবাগের বৌদ্ধবিহার অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রশাসন-মতিঝিল বিভাগ ও সবুজবাগ জোন) গোবিন্দ চন্দ্র পাল পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।
সভায় পুলিশি টহল জোরদার, সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং নির্মূলসহ কার্যকরী ও জনকল্যাণমুখী পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়।
সভায় সবুজবাগ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা, শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা, মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান এবং সংশ্লিষ্ট তিন থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।