সভায় বক্তব্য দেন লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

চুরি ও ছিনতাই প্রতিরোধ, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন অংশীদারের সঙ্গে ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটির (এলওসিসি) সভা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার উদ্যোগে মঙ্গলবার (২৮ মে) দুপুরে রসুলপুরের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা-সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন লালবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সুজয় সরকার ও সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা পিপিএম। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান পিপিএম বলেন, কামরাঙ্গীরচর এলাকা বেশ জনবহুল, প্রায় ২০ লাখ লোকের বসবাস। অপরাধ দমনে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সব সময় প্রস্তুত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সর্বাত্মকভাবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা পিপিএম জানান, স্থিতিশীল আইনশৃঙ্খলা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর অপরাধ, মাদক কারবার এবং সামাজিক ও পারিবারিক অপরাধ নিয়ন্ত্রণ; ভেজাল খাদ্যদ্রব্য ও কসমেটিকস উৎপাদন ও বিক্রি থেকে বিরত থাকা; অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া; অবৈধ বিদ্যুৎ-সংযোগ বন্ধ করা; অপরাধ প্রতিরোধে বাসাবাড়ি, মার্কেট, ক্রসিং ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন; ফুটপাতে ভ্রাম্যমাণ দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি না করা; পারিবারিক মূল্যবোধ ত্বরান্বিত করাসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে সার্বিক সহযোগিতা করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয় সভায়।

সভায় অংশ নেওয়া কামরাঙ্গীরচর থানা এলাকার অংশীদারদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

সভায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, র‍্যাব, ডিপিডিসি, হাসপাতাল, ফায়ার স্টেশন, পিডব্লিউডি, ওয়ার্ড কাউন্সিলর, রাজনীতিক, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, রসুলপুর দোকান মালিক সমিতির নেতা, পঞ্চায়েত কমিটির নেতা, কমিউনিটি পুলিশের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।