পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানার সদস্যরা।

গত রোববার (২৬ মে) নগরীর শাহ পরান থানাধীন মুরাদপুর বাজারের ইসলাম মিয়ার মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. মিল্লাদ আহমদের (২৪) বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায়।

শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) মো. ইবাদুল্লাহ জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।