বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ঝালকাঠি সদর থানা এলাকার মো. আল মুবিন হাওলাদার (২১) ও মো. জসিম মৃধা (২৫)।
বিএমপি ডিবির উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।