উপজেলা নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের ডমিনিশন প্যাট্রলিং। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে জেলা পুলিশের নানা ধরনের কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ডমিনিশন প্যাট্রলিং ও পুলিশিং।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় ভোট হবে। এসব এলাকায় জেলা পুলিশের ওই কার্যক্রমগুলো চলছে। এতে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল। পুলিশের এই অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রমের প্রশংসা করছেন সাধারণ ভোটাররা।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘প্রথম ও দ্বিতীয় ধাপের মতো আমরা তৃতীয় ধাপেও অত্যন্ত সততা, পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কঠোর অবস্থানে আছি। নির্বাচন ঘিরে কেউ যদি সহিংসতার পাঁয়তারা করে, সে যে-ই হোক, তাকে আইনের কাঠগড়ায় আনতে বদ্ধপরিকর পুলিশ।