জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগ।
গত বৃহস্পতিবার (২৪ মে) রাতে বাকলিয়া থানাধীন তক্তারপুল আবদুল হাকিম রোডসংলগ্ন হাসানের কলোনি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. শুক্কুর মিয়া (২৪), মো. ওয়াসিম (৩০), মো. নাসির (৪২), মো. সালাউদ্দিন (২৭), মো. জাহাঙ্গীর হোসেন (২০), মো. আলামিন (২৪), মো. রবিউল (২৭), মো. দুলাল মিয়া (৩১), মো. রাসেল (৩৪), মো. সেলিম (২২) ও মো. নাসির (২৪)।
সিএমপি ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।