ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

অন্যান্য যাত্রীছাউনির মতো রাজধানীর পুরানা পল্টনের ইউবিএল ক্রসিং ও পল্টন কালভার্ট রোডের প্রবেশমুখের যাত্রীছাউনি দুটিও নির্মাণ করা হয়েছিল যাত্রীসাধারণের সুবিধার্থে। কিন্তু ছাউনি দুটি হকারদের দখলে চলে গিয়েছিল। এভাবেই কেটে গেছে এক যুগ। কিছুতেই দখলমুক্ত করা যাচ্ছিল না। অবশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)-এর উদ্যোগে যাত্রীছাউনি দুটি দখলমুক্ত করা হয়েছে।

২০ মে (সোমবার) যাত্রীছাউনি দুটি হকারমুক্ত করা হয়। যৌথ অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান ও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মইনুল হাসান।

শুধু উদ্ধার অভিযানই পরিচালনা করেনি পুলিশ, যাত্রীছাউনি দুটি ব্যবহারের উপযোগীও করেছে তারা। অভিযান শেষ হতেই ছাউনি দুটি ব্যবহার শুরু করেছেন পথচারীরা। তাঁরা যাত্রীছাউনি দুটি উদ্ধারের জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।