পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১৯ মে) নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী রেলওয়ে মসজিদের সামনে থেকে আসামি শামসুল আলম ওরফে মানিককে গ্রেপ্তার করা হয়।

সিএমপি ডিবির পরিদর্শক এম আবদুল হালিম জানান, আসামির বিরুদ্ধে খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।