নড়াইলের কালিয়া থানার অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

নড়াইলে পূর্বশত্রুতার জেরে মাহাবুবুর রহমান ওরফে নিলয় মোল্যা (১৬) নামের কিশোরকে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা-পুলিশ।

জেলার নড়াগাতী থানার টোনা গ্রামের সুলতান আহম্মেদ ওরফে পিকু মোল্লার ছেলে নিলয় গত ১ মার্চ রাতে মাহফিল থেকে ফিরছিল। ওই সময় কয়েকজন তাঁকে মারধর ও ছুরিকাঘাতে হত্যা করেন।

এ ঘটনায় গত ৩ মার্চ নড়াগাতী থানায় হওয়া মামলায় কালিয়া থানার অভিযানে আজ সোমবার গ্রেপ্তার হন এক নম্বর আসামি সাকিল খান (১৭)। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।