সাজাপ্রাপ্ত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সিলেটের ওসমানীনগর থানা-পুলিশ।
গত শনিবার (১৮ মে) গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ওসমানীনগর থানা এলাকার পিংকু দেব (৪৫) ও মিলি সরকার (৩৫)।
ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য জানান, আসামি পিংকুর বিরুদ্ধে ছয়টি এবং মিলির বিরুদ্ধে তিনটি সাজা পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।