মায়ের সঙ্গে আরএমপির শাহ মখদুম থানার অভিযানে উদ্ধারকৃত কিশোরী। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগর থেকে নিখোঁজ হওয়া অভিমানী এক কিশোরীকে বগুড়া থেকে উদ্ধার করেছে শাহ মখদুম থানা-পুলিশ।

ওই কিশোরী ১৬ মে শাহ মখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত কিশোরীর বাড়ি রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার দক্ষিণ নওদাপাড়ায়।

আরএমপি জানায, ওই কিশোরী রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার দক্ষিণ নওদাপাড়ার একটি স্কুলে পড়ালেখা করে। সে ১৬ মে সকাল সাড়ে আটটার দিকে মায়ের ওপর অভিমান করে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, কিন্তু বাড়ি ফেরার সময় পার হয়ে গেলেও বাড়ি ফিরে না এলে তার মা-বাবা আশপাশের এলাকাসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে কিশোরীর মা শাহ মখদুম থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরএমপির শাহ মখদুম বিভাগের উপকমিশনার নুর আলম সিদ্দিকী নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।

শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই আমিনুল ইসলাম ও তাঁর টিম আসমানীকে উদ্ধারে অভিযান শুরু করে। শাহ মখদুম থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া সদর থানা এলাকা থেকে গতকাল শুক্রবার তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে আসমানী আক্তারকে উদ্ধার করে।

কিশোরীকে ফিরে পেয়ে তাঁর মা-বাবা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মেয়েকে ফিরে পেয়ে তারা আরএমপির শাহ মখদুম থানা-পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিশোরীর বাবা জানান, তাঁর মেয়ে মায়ের ওপর অভিমান করে কাউকে কিছু না বলে তার দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি বগুড়ায় যায়। সেখানে গিয়ে সে মোবাইল ফোন বন্ধ করে দেয়।