রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৭৪০টি ট্যাপেন্টাডল বড়িসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) নগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. সেলিম (৪৭), মো. মনিরুজ্জামান সিজার (২০), মো. তৈবুর রহমান (২০), মো. বাদশা ওরফে নয়ন (২০), মো. মুজাহিদ ইসলাম অভ্র (২০) ও মো. ফজলে রাব্বি (২৫)। তাঁদের প্রত্যেকের বাড়ি রাজশাহীতে।
আরএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে এম আরিফুল হক বিপিএম, পিপিএম জানান, শুক্রবার বিকেলে বোয়ালিয়া থানাধীন শেখেরচক এলাকা থেকে ৬০০টি ট্যাপেন্টাডল বড়িসহ সেলিমকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে শুক্রবার রাতে রাজপাড়া থানা এলাকা থেকে ১৪০টি ট্যাপেন্টাডল বড়িসহ বাকি পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।