পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রামের উলিপুর থানা-পুলিশ।

শুক্রবার (১৭ মে) দিবাগত রাতে উলিপুর থানাধীন দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গোড়াই শ্যামপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন উলিপুর থানা এলাকার মো. মিজানুর রহমান (৪০), মো. শহিদুল ইসলাম (৩৫), মো. রাশেদুল ইসলাম (৩৫), মো. চাঁন মিয়া (৩৭), মো. শহিদুল ইসলাম (৪৫), মো. জহুরুল হক (৫২) ও মো. আব্দুর রউফ (৩৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, আসামিদের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করা হয়েছে।