কুড়িগ্রামে পুলিশের ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রমের আওতায় এক মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিয়ে দেন এক পুলিশ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে ৫০৬টি মোটরসাইকেল থামিয়ে ২৯৩ জনকে হেলমেট পরতে উৎসাহ দেওয়া হয়। এ ছাড়া ১৬টি মোটরসাইকেল আটক এবং ৩৫টি মামলা করা হয়।

শুক্রবার (১৭ মে) জেলা পুলিশের সব ইউনিট একযোগে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়।

এ ছাড়া জেলার সব পেট্রলপাম্পে জেলা পুলিশের ‘নো হেলমেট, নো ফুয়েল’ সচেতনতামূলক ব্যানার টানানো হয়।