সিএমপি ডিবি উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে গ্রেপ্তার পাঁচজন ও স্ট্যাম্প তৈরির মেশিন। কোলাজ: বাংলাদেশ পুলিশ

পাঁচ কোটি টাকা সমমূল্যের জাল ট্যাক্স স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির চারটি মেশিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে চান্দগাঁও থানাধীন পাক্কার দোকানের উত্তর পাশ থেকে ইয়াসিন, রিফাত উদ্দিন, মোহাম্মদ নাসির, হাসান তারেক ও আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ওই পাঁচজনের নামে চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

মামলা হওয়ার পর এ চক্রের হোতা পলাতক আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।