ডেমরা এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা পুলিশের। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ডেমরার আল আমিন রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিভিন্ন সড়কে পরিবেশন করা হয় কিশোর গ্যাং-বিরোধী গান। খবর ঢাকা টাইমসের।

শোভাযাত্রা থেকে কিশোর গ্যাং প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেটের পাশাপাশি চকলেটও বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।

ডেমরার অতিরিক্ত উপকমিশনার (এডিসি, ক্রাইম) মাসুদুর রহমান মনির ও সহকারী কমিশনার (ডেমরা জোন) মধুসূদন দাস, ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম, ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লাসহ এলাকার স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় কিশোর গ্যাং-বিরোধী গান পরিবেশন করে বাদক দল। ছবি: সংগৃহীত

শোভাযাত্রা শেষে প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে সাজানো মিনিট্রাক নিয়ে ডেমরার কোনাপাড়া, বাঁশেরপুল, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, সারুলিয়া, রানীমহল সিনেমা হল, বক্সনগর, বউ বাজার, বড়ভাঙ্গা, ডগাইর, বোর্ডমিল, ফার্মের মোড় এলাকায় কিশোর গ্যাং প্রতিরোধমূলক গান পরিবেশিত হয়।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনারের নির্দেশনায় কিশোর গ্যাং প্রতিরোধে এই আয়োজন করা হয়।