রাজধানীর হাতিরঝিলে আগামী ৭ জুন ভোরে অনুষ্ঠিত হবে ‘জয় বাংলা ম্যারাথন’ শীর্ষক হাফ ম্যারাথন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ১৪ মে (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এই হাফ ম্যারাথনের ওয়েবসাইটের (joybanglamarathon.com) উদ্বোধন করা হয়; পাশাপাশি হাফ ম্যারাথনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পিআর) ও জয় বাংলা ম্যারাথন-২০২৪ মিডিয়া উপকমিটির সভাপতি ইনামুল হক সাগর, পিপিএম সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে এই হাফ ম্যারাথন আয়োজন করা হচ্ছে।

‘জয় বাংলা ম্যারাথন’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনসহ প্রতিযোগিতার সব আপডেট প্রকাশের লক্ষ্যে তৈরি করা ওয়েবসাইট উদ্বোধন করেন পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম।

ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় হাফ ম্যারাথনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। এর আগে ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ৪টি কাটাগরিতে মোট ৫ হাজার প্রতিযোগী অংশ নেবেন। প্রতিযোগীদের ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদানসহ অংশগ্রহণকারীদের জন্য থাকবে জার্সি, মেডেল ও সার্টিফিকেট। ম্যারাথনের সময় ট্র্যাক জুড়ে দৌড়বিদদের নিরাপত্তা নিশ্চিতে একাধিক মেডিকেল টিম এবং হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ১৬ বছরের ঊর্ধ্বে যেকোনো নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম বলেন, ‘বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাব প্রতিবছর ঢাকা জেলা পুলিশ লাইনস, মিল ব্যারাক, গেন্ডারিয়া, ঢাকায় ৪০০/৮০০ মিটার দৌড়সহ কয়েকটি ইভেন্টের আয়োজন করত। এতে অংশগ্রহণকারী ছিলেন পুলিশ সদস্যরা। আমরা বৃহৎ পরিসরে সাইক্লিং অথবা ম্যারাথন আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে একাধিক মিটিং করি এবং কমিটি গঠন করি।’

‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’-এর সভাপতি এবং সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিপিএম (বার) বলেন, ‘বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো একটি বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটিতে ৫ হাজার প্রতিযোগীর অংশগ্রহণ হওয়ায় আয়োজকদের কার্যপরিধি বিশাল। সময় কম হলেও আমরা তা করছি।’

ম্যারাথন অনুষ্ঠান উদ্বোধন করবেন মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। পুরস্কার বিতরণ করবেন বীর মুক্তিযোদ্ধা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’-এর সাধারণ সম্পাদক ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মোহাম্মদ জায়েদুল আলম বিপিএম পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিপিএম পিপিএম (বার), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর), পিবিআই মিডিয়া শাখার প্রধান প্রমুখ।