পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে ১৯ হাজার ২০০ প্যাকেট অবৈধ সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১২ মে) নগরীর কোতোয়ালি থানাধীন রেয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথা কাঁচাবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আমিরুল ইসলাম (৩২) ও মো. আবু মুছা (৩৬)।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক দাম ২১ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।