সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকায় বাচ্চু আহমদ (৩৫) হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশের একটি আভিযানিক দল আজ রোববার আসামি শামছুল আরফিন রনি (৩০), তোয়াইদ আলী (৫৫), মিনহাজ আহমদ (৩৮), হাসনা বেগম (৪৫) ও লিজি বেগমকে (২৫) থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।