‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানে আজ কুড়িগ্রামে মহান মে দিবস উদযাপিত হয়েছে।
সকাল ১০টায় দিবসটির শুভ উদ্বোধন করা হয় এবং স্বাধীনতার বিজয় স্তম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল, বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশিদ লালসহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ভূমিকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভা শেষে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি কুড়িগ্রাম কলেজ মোড় স্বাধীনতার বিজয়স্তম্ভ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শাপলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

জেলা পর্যায়ে ও সকল থানা পর্যায়ে মহান মে দিবস উদযাপনে সর্বাত্মক বহুমাত্রিক পুলিশি নিরাপত্তা সেবা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।