নাগেশ্বরী থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ মাদক কারবারি। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা-পুলিশের একটি চৌকস টিম সন্তোষপুর ইউনিয়নের বড় ধনীরপাড়ের পাগলা বাজার থেকে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলবাড়ী থানাধীন দক্ষিণ অনন্তপুর গ্রামের মাদক কারবারি আলমগীর হোসেন (৩২) ও সাইফুর রহমান (৩৮)। এ সময় তাঁদের কাছ থেকে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।