পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) নগরীর খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে আসামি মো. সামছুল হককে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, একটি মামলায় আসামির চার বছরের সাজা ও ৩ কোটি ৯০ লাখ টাকা জরিমানা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।