ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার নার্গিস বেগম। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর রেলগেট এলাকা থেকে নিখোঁজ জোনাকি (৯) নামের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার অভিযোগে জোনাকির সৎমা নার্গিস বেগমকে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

১ এপ্রিল জোনাকি নিখোঁজ হয় এবং গতকাল মঙ্গলবার ২ এপ্রিল বেলা ১১টার দিকে রেলগেট মডেল মসজিদ পুকুরের উত্তর-পশ্চিম কোণ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ হত্যার ঘটনায় জেলা ডিবির একটি চৌকস টিম জোনাকির সৎমা নার্গিস বেগমকে গ্রেপ্তার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে তথ্য প্রদান করলে উদ্ধার করা হয় ভিকটিম জোনাকির ব্যবহৃত জামা, জুতা ও লাশ গুমের কাজে ব্যবহৃত বালতি।

এ ঘটনায় জোনাকির বাবা শাহিন তরফদার বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাদী শাহিন তরফদার আসামি নার্গিস বেগমকে তৃতীয় বিয়ে করেন। এর আগে প্রথম স্ত্রী মারা গেলে ভিকটিম জোনাকির মা কোহিনুর বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। কোহিনুর বেগম বাদীকে তালাক দিয়ে জোনাকিসহ ৩ মেয়েকে ফেলে বিদেশে চলে যান এবং আরেকটি বিয়ে করেন। পরে শাহিন তরফদার আসামি নার্গিস বেগমকে তৃতীয় বিয়ে করেন। কিন্তু বিয়ের সাড়ে তিন বছরে নার্গিস বেগমকে সন্তান নিতে না দেওয়ায় এবং নার্গিসের টাকায় পূর্বের সন্তানদেরকে দেখাশোনা করায় ক্ষোভের বশবর্তী হয় নার্গিস বেগম জোনাকিকে নিয়ে এসে সুযোগ বুঝে তাঁর বসতঘরে হত্যা করে লাশ ও আলামত গোপন করে ভিকটিম জোনাকি নিখোঁজ হয়েছে মর্মে প্রচার করেন।