পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা চাপাতি। ছবি : বাংলাদেশ পুলিশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হুজাইফা খান (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যাচেষ্টার ২৪ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানার সদস্যরা। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন নগরীর দৌলতপুর থানা এলাকার মো. সাগর (১৮), কাজী নাহিদ হাসান (২২) ও সরদার মিনহাজুর রহমান (২৮)। বাকি আসামিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, গত ২৫ মার্চ রাত পৌনে ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা দিঘীর পশ্চিম পাড়ের জাতীয় তরুণ সংঘ মাঠে সংঘর্ষে জড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় চাপাতির কোপে গুরুতর আহত হয় হুজাইফা নামের এক কিশোর।
এই ঘটনায় দৌলতপুর থানায় মামলা করা হয়। তদন্তের এক পর্যায়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।