
কুড়িগ্রামে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে অংশ নিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (৭ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই সমাবেশ। এতে জেলা কমিউনিটি পুলিশ সদস্য, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষার্থী, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকসহ কয়েক হাজার নাগরিক অংশ নেন। এ সময় কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।