আরএমপির রাজপাড়া থানার অভিযানে গ্রেপ্তার চার অপহরণকারী। ছবি: আরএমপি

রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকা থেকে এক কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আরএমপির রাজপাড়া থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. লিটন (৩৪), মো. আলাল উদ্দিন ড্যানি (৫০), মো. রতন আলী হিরা (৩৬) ও মো. জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার তানোর থানার মো. আক্তার হোসেন জমিজমাসংক্রান্ত বিষয়ে চার বছর আগে রাজশাহীর আদালতে একটি বাটোয়ারা মামলা করেন। গত ২৯ ফেব্রুয়ারি ওই মামলার শুনানির দিন ধার্য থাকায় সকাল ১০টায় তিনি রাজশাহী কোর্টে আসেন। উকিল বারে মামলার বিষয়ে উকিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সকাল সাড়ে ১০টায় রাজশাহী কোর্টের গেটে এলে আসামি ড্যানি ও জাহিদ ভয়ভীতি দেখিয়ে আক্তার হোসেনকে অটোরিকশায় উঠিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যান।

সেখানে আগে থেকে অবস্থান করা আসামি লিটন, হিরাসহ সবাই আক্তারকে এলোপাতাড়ি মারপিট করেন এবং ১ হাজার ২০০ টাকা কেড়ে নেন।

আসামিরা আক্তার হোসেনের কাছে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর আসামিরা আক্তারের কাছ থেকে তাঁর ছেলের মোবাইল নম্বর নিয়ে তাঁর কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা গ্রহণ করেন। এ বিষয়ে কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেন।

আক্তার হোসেন এ বিষয়ে রাজপাড়া থানায় একটি অভিযোগ করলে মুক্তিপণ আদায়ের অপরাধে অপহরণ মামলা নেয় পুলিশ।

আরএমপির বোয়ালিয়া বিভাগের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জি পিপিএম-সেবার সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপকমিশনার হাফিজুল ইসলাম ও সহকারী কমিশনার মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় রাজপাড়া থানা-পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যায়।

আসামিদের নামে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, প্রতারণা, মাদকসহ বিভিন্ন আইনে মামলা আছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।