৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
লালাবাজার, সিলেট অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে।

৩ মার্চ বিকেল ৫টার দিকে ৭ এপিবিএনের একটি টিম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন সৈয়দপুর বাজারের মেসার্স জননী ট্রেডার্স-১ এর সামনে থেকে মো. সোহান (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে চোরাই একটি কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।