সিলেটের জৈন্তাপুর মডেল থানা-পুলিশের দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা ভারতীয় পেঁয়াজ, দুটি পিকআপ ভ্যানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে জৈন্তাপুর মডেল থানাধীন তামাবিল মহাসড়কের ফেরিঘাট ব্রিজের ওপর থেকে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ৩৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও একটি গাড়ি আটক করা হয়।
অপর একটি দল অভিযান চালিয়ে সিলেটের তামাবিল মহাসড়কের চাঙ্গিল বাজার থেকে এক আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ২০ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার ও একটি গাড়ি আটক করা হয়।
ওই চারজনের নামে জৈন্তাপুর মডেল থানায় আলাদা মামলা করে আদালতে পাঠানো হয়েছে।