নোয়াখালীতে বিভিন্ন অফিসে চাকরি দেওয়ার নামে পুলিশ পরিচয়ে সোয়া লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মো. সোহাগ (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাইজদীর হাসপাতাল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহাগ সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সালেহপুর গ্রামের মৃত ইদ্রিস পাটোয়ারীর ছেলে। খবর জাগো নিউজের ।
নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ভুয়া পুলিশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভুক্তভোগীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশ পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে।
ডিবির ওসি নাজিম উদ্দিন আহমেদ জানান, সোহাগ একজন প্রতারক। তিনি পুলিশ পরিচয়ে ফরহাদ হোসেন, আবুল হাশেম, ফজর বানু লাভলী, তারেক ও সাইফুল ইসলামের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে ঘুষ বাবদ এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, আসামিকে রোববার (২৫ ফেব্রুয়ারি) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান দেওয়া হবে।