নরসিংদীর শিবপুরে ৬০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে ইটাখোলা হাইওয়ে থানা-পুলিশ।
২১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা কাঁচাবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক মাদক কারবারি মো. মোবিন মিয়ার (২৬) বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবেড় এলাকায়।
ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পুরাতন লাল রঙের বিভারটেকে মাদক বহন করা হচ্ছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ইটাখোলা হাইওয়ে থানার একটি টিম বিভারটেকের চালককে আটক করে।
পরে বিভারটেক তল্লাশি করে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।