রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান চলে। খবর আরএমপি নিউজের।

আরএমপির অভিযানে বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে ৩ জন, রাজপাড়া থানা এলাকা থেকে ১ জন, মতিহার থানা এলাকা থেকে ১ জন, কাটাখালী থানা এলাকা থেকে ১ জন, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১ জন, কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ৩ জন, দামকুড়া থানা এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডিবি পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।

তাদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।