টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবল পদে নিয়োগকেন্দ্রিক প্রতারণার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মাদারীপুর ডিবির আভিযানিক দল শুক্রবার বিকেলে সদর থানাধীন বঙ্গবন্ধু ল’ কলেজের সামনে থেকে লিটন মাতুব্বর (৫২) ও সজল মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করে।
ওই দুজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়, যাদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।