নাটোরের বড়াইগ্রাম থানা-পুলিশের অভিযানে আন্তজেলা ইজিবাইক চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চোরাই ইজিবাইক।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে বড়াইগ্রাম থানাধীন মানিকপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. রিপন (২৩), মো. শাহাদত হোসেন (২৭) ও মো. ইয়াছিন মোল্লা (৩৫)। তাঁদের বাড়ি নাটোরের গুরুদাসপুর থানা এলাকায়।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চোরাই ইজিবাইকসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।