চাঁদপুরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০ কেজি জাটকা উদ্ধার করেছেন।
নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম আজ মঙ্গলবার সকালে মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করে ওই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। উদ্ধার জালের আনুমানিক মূল্য ৬১ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া অভিযানকালে ৪০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় ও গরিব, দুস্থদের মাঝে বিতরণ করা হয়।