পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার সদস্যরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে আসামি মো. জিয়াউল হক রুবেলকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, একটি মামলায় আসামির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছিল। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।