স্বর্ণের চেইনসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার সদস্যরা।
রোববার (১১ ফেব্রুয়ারি) নগরীর কোতোয়ালি, বন্দর ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. শাওন ফরাজী, মো. জনি ও মো. বেলাল হোসেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন জানান, ৮ ফেব্রুয়ারি বিকেলের দিকে নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকা থেকে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তের একপর্যায়ে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে স্বর্ণের চেইনসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।