কানাইঘাট থানা-পুলিশের উদ্ধার করা বিড়ির কার্টন। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিলেটের কানাইঘাট থানা-পুলিশ অভিযান চালিয়ে ৬ লাখ ৯৩ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ সেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করেছে।
জানা গেছে, কানাইঘাট থানা-পুলিশের একটি আভিযানিক দল গতকাল ৭ ফেব্রুয়ারি বিকেলে কানাইঘাট থানাধীন গাছবাড়ী চৌমুহনী নামক স্থানে চেকপোস্ট বসিয়ে গাড়ি চেকিং করছিল। এ সময় কানাইঘাট বাজারের দিক থেকে আসা নীল রঙের একটি কাভার্ড ভ্যান গাড়ি গাছবাড়ী পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছালে গাড়িটিকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু চালক কাভার্ড ভ্যানটি ঘুরিয়ে বেপরোয়া গতিতে কানাইঘাটের দিকে পুনরায় যেতে থাকেন। তখন থানা-পুলিশ গাড়িটিকে মোটরসাইকেল ও সিএনজি গাড়িযোগে ধাওয়া করে ছত্রপুর এলাকা থেকে কৌশলে আটক করতে সক্ষম হন। তখন গাড়িতে থাকা অজ্ঞাতনামা গাড়ির চালকসহ অপর ২ জন আসামি দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থলে গাড়িটি তল্লাশি করে মোট ৩৩টি কার্টনে ৬ লাখ ৯৩ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি এবং বহনকারী মিনি কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
পরে কানাইঘাট থানায় অজ্ঞাতনামা ৩ জন পলাতক আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।