ময়মনসিংহের ভালুকায় গ্রিন অরণ্য পার্কের ঘটনায় গ্রেপ্তার তিনজন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে গ্রিন অরণ্য পার্কের শাজাহান মিয়া ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা-পুলিশ।

দৈনিক বর্তমান দেশ সংবাদের প্রতিবেদনে জানানো হয়, গত রোববার শাজাহান মিয়া তাঁর পরিবার নিয়ে গ্রিন অরণ্য পার্কে বেড়াতে যান। ওই সময় গ্রিন অরণ্য পার্ক কর্তৃপক্ষ শাজাহান ও তাঁর পরিবারের ওপর হামলা, লুটপাটের পাশাপাশি গাড়ি ভাঙচুর করে শাজাহান মিয়া ও তাঁর পরিবারকে অবরোধ করে রাখে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শাজাহান মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আজ বুধবার সকালে ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের নির্দেশে ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম আলোচিত ঘটনায় হামলাকারীদের মধ্যে মো. হাসান চৌধুরী, মো. আতিয়ার রহমান ও মো. আবু নাইমকে গ্রেপ্তার করেন।

ভালুকা মডেল থানার ওসি মো. শাহ্ কামাল আকন্দ জানান, হামলার ঘটনায় মামলার পর ২৪ ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।