চট্টগ্রামের সীতাকুণ্ডে মাহবুব আলম (৩৫) নামের হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার মাহবুব উত্তর আকিলপুর গ্রামের শাহ আলম ওরফে মদন আলীর ছেলে।
গতকাল সোমবার সীতাকুণ্ড থানার আকিলপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানিয়েছে, ২০২১ সালের মার্চ মাসে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। মাহবুব তাঁদের মধ্যে একজন।