
এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪-এর মধ্য দিয়ে সিলেট জেলা পুলিশ লাইনসে নবনির্মিত ব্যাডমিন্টন ইনডোর গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সিলেট জেলা পুলিশ লাইনসে ব্যাডমিন্টন ইনডোর গ্রাউন্ডের উদ্বোধন করা হয়। সেই সঙ্গে ‘এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪’-এর উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম-সেবা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা এবং সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্টায় এ ব্যাডমিন্টন গ্রাউন্ড নির্মাণ করা হয়। ওই সময় গ্রাউন্ড নির্মাণ প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে খেলায় অংশগ্রহণ করতে আসা কর্মকর্তা ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেন পুলিশ সুপার।