কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি চৌকস টিম উপজেলার জয়মনিরহাট বাস স্ট্যান্ড থেকে গাঁজাসহ দুই মাদক কারাবরিকে গ্রেপ্তার করেছে। ২৪ জানুয়ারি সন্ধ্যায় জয়মনিরহাট বাস স্ট্যান্ড এলাকায় একটি বাস থেকে ১০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন ভূরুঙ্গামারী থানার ছোট খাটামারী গ্রামের মাদক কারবারি দেলোয়ার হোসেন তোতা (৩২) এবং রংপুরের কাউনিয়া থানার সাবদী গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।